নানা কর্মসূচির মধ্যদিয়ে মেলান্দহ পৌরসভায় শোক দিবস পালিত

মেলান্দহ পৌরসভার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে মেলান্দহ পৌরসভা।

সকালে পৌরসভায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির শুভ সূচনা করেন পৌর মেয়র শফিক জাহেদী রবিনের পক্ষে পৌরসচিব শরিফুল ইসলাম ভূঞা ও প্রকৌশলী সবুজ কাজী। এছাড়াও সকল ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

দুপুরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে পবিত্র কোরআন খতম-মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারিরা।

দোয়ায় পৌর মেয়র শফিক জাহেদী রবিনের সুস্থ্যতাও কামনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত প্রায় তিন শতাধিক মানুষের মধ্যে তবারক বিতরণ করা হয়।