ইসলামপুরে কর্মহীন বিভিন্ন ব্যবসায়ীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

ইসলামপুরে কর্মহীন বিভিন্ন ব্যবসায়ীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণের ফলে সারাদেশে লকডাউনে কর্মহীন হয়ে পড়া জামালপুরের ইসলামপুরে বিভিন্ন ব্যবসায়ীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২ আগস্ট রাতে থানা প্রাঙ্গণে করোনা মোকাবেলা সংক্রান্ত আলোচনা শেষে ১০২ জন ব্যবসায়ীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাসের বাবুল।

উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণাালয়ের অর্থায়নে ১০২ জনের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল, ১ কেজি চিড়া, আধাকেজি ডাল, আধাকেজি তেল, আধাকেজি লবণ, বাতাসা, একটি বল সাবান, একটি গ্যাস ম্যাচ ও দুটা মোম দেওয়া হয়েছে।

এ সময় অন্যান্যের মাঝে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সহসভাপতি মজিবর রহমান শাহজাহান, যুগ্মসম্পাদক ও চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ, সাবেক ছাত্রলীগ সভাপতি জিয়াউল হক জুয়েল, ছাত্রলীগ সভাপতি নূরে আজাদ ইমরানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।