জামালপুরে অবৈধ বড়িসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তার মো. আল মামুন।

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার জঙ্গলপাড়া বোর্ডঘর বাজারের মেসার্স তাইবা মেডিক্যাল হলে ২০ এপ্রিল দুপুরে অভিযান পরিচালনা করে অবৈধ বড়িসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গ্রেপ্তার আসামির নাম মো. আল মামুন (৩৩)। তিনি জামালপুর সদর উপজেলার আরিফপুর গ্রামের মৃত শহিদুর রহমানের ছেলে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ২০ এপ্রিল দুপুর সোয়া একটার দিকে জামালপুর পৌরসভার জঙ্গলপাড়া বোর্ডঘর বাজারে অভিযান চালায়। এসময় ওই বাজারের মেসার্স তাইবা মেডিক্যাল হল থেকে মাদক ব্যবসায়ী মো. আল মামুনকে গ্রেপ্তার করা হয়।

তার কাছ থেকে অবৈধ ওষুধ ১২০টি সেডিল বড়ি ও ১৩২টি ইজিয়াম বড়ি এবং একটি মোবাইল সেট সীমসহ উদ্ধার করা হয়। অবৈধ বড়িগুলোর আনুমানিক মূল্য ২ হাজার ৫২০ টাকা।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।