জামালপুরে একজন ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ভুয়া ডিবি পুলিশ।

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর পৌর শহরের দড়িপাড়া পুরাতন বাইপাস মোড় সংলগ্ন জুলেখা ময়দার মিলের সামনে ১৬ এপ্রিল সকালে অভিযান চালিয়ে একজন ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। তার সাথের একজন পলাতক রয়েছে।

গ্রেপ্তার আসামির নাম মো. নজরুল ইসলাম (৩০)। তিনি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মন্ডলবাড়ী ছাতারিয়া বাগমারা গ্রামের মো. শহীদ মিয়ার ছেলে।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ এম. এম. সবুজ রানার নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ১৬ এপ্রিল সকাল পৌনে নয়টার দিকে জামালপুর পৌর শহরের দড়িপাড়া পুরাতন বাইপাস মোড় সংলগ্ন জুলেখা ময়দার মিলের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ভুয়া ডিবি পুলিশ মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করে। তার সাথের একজন পলাতক রয়েছে।

গ্রেপ্তার আসামিকে পলাতক আসামির নাম ও ঠিকানা জিজ্ঞাসা করলে মো. দুলাল (৪৫), পিতা-অজ্ঞাত, ঠিকানা-অজ্ঞাত, তবে ব্যাঙ মিয়ার বাসার সামনের বাসার নাইট গার্ড বলে জানায়।

গ্রেপ্তার আসামির কাছ থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয় প্রদান করে ইজিবাইক চালকদের কাছ থেকে সংগ্রহ করা নগদ ১ হাজার ৭৮৫ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।