কুড়িগ্রামে র‌্যাব-১৪ এর অভিযানে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী আটক

আটক মাদক ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বাইমমারী এলাকায় ৩০ মার্চ বিকালে অভিযান চালিয়ে ২১০টি ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের সদস্যরা।

আটক মাদক ব্যবসায়ী হলেন মো. নাহিদ হাসান (২৫)। তিনি কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের মো. জাহিদুর রহমান (ডাক্তার) এর ছেলে।

উদ্ধার ইয়াবা।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ৩০ মার্চ বিকাল সাড়ে তিনটার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বাইমমারী এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকার দিঘিরপাড় গ্রামের জনৈক মো. পাঞ্চু মিয়ার বসতবাড়ীর পশ্চিম পাশে ডিসি রোড পাকা রাস্তা থেকে মাদক ব্যবসায়ী মো. নাহিদ হাসানকে আটক করা হয়। তার কাছ থেকে ২১০টি ইয়াবা বড়ি ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৬৩ হাজার টাকা।

আটক আসামির বিরুদ্ধে কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।