ইসলামপুরে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভা

ইসলামপুরে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পের জামালপুর জেলার কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে ২১ ফেব্রুয়ারি জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদ সভা কক্ষে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ৫ম পর্যায়ের প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস, সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কার প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) রণজিৎ কুমার সরকার, হিন্দু ধর্মাবলম্বীয় কল্যাণ ট্রাস্টেও উপ-সচিব বিঞ্চু কুমার সরকার ও ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম. জামাল আব্দুন নাসের বাবুলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় জামালপুর জেলার হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন মন্দির কমিটি’র সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যরা উপস্থিত ছিলেন।