বকশীগঞ্জে প্রাইভেট সেক্টরের সাথে দুগ্ধ খামারিদের আলোচনা সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে প্রাইভেট সেক্টরের সাথে দুগ্ধ খামারিদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্থানীয় পর্যায়ে প্রাইভেট সেক্টরের সাথে দুগ্ধ খামারিদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অক্সফ্যাম ইন বাংলাদেশের অর্থায়নে এবং উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের উদ্যোগে ১৪ ফেব্রুয়ারি দুপুরে উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্প কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের ফিল্ড ফ্যাসিলিটেটর নাসরিন আক্তার, রাশেদ উর রহমান, নূরুল আমিন আকন্দ, হরমুজ আলী, পারভীন আক্তার, হামিদা বেগম প্রমুখ।

আলোচনা সভায় বিভিন্ন প্রাইভেট সেক্টরের প্রতিনিধি ও বিভিন্ন ইউনিয়নের দুগ্ধ খামারিরা অংশগ্রহণ করেন।

স্থানীয় প্রাইভেট সেক্টরগুলো খামারিদের কিভাবে সেবা নিশ্চিত করা, বিভিন্ন প্যারাভেট, এআই কর্মী, গোখাদ্য বিক্রেতাদের সাথে সম্পর্কন্নোয়ন, সেবা প্রাপ্তীতে উভয়ের ভূমিকা, দুগ্ধ সেক্টরকে আরও সমৃদ্ধ করতে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।