মাদারগঞ্জ পৌরসভায় মেয়র প্রার্থী হলেন ৪ জন

মনোনয়নপত্র দাখিল করেন মির্জা গোলাম কিবরিয়া কবির। ছবি: বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি মনোনীত প্রার্থীসহ একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ২ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচন কর্মকর্তার কর্যালয়ে তারা মনোনয়ন পত্র জমা দেন।

মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মির্জা গোলাম কিবরিয়া কবির, বিএনপির আব্দুল গফুর, জাতীয় পার্টির জাহিদ হাসান ও স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসেন। এছাড়া ৯টি ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জামান হোসেন চৌধুরী জানান, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা নেওয়া হয়েছে। আচরণবিধি মেনে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ৪ ফেব্রুয়ারি যাচাই বাছাই, ১১ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ও ১২ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ। ২৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।