র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ জনকে জরিমানা

জরিমানা দণ্ডপ্রাপ্ত তিনজন

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার কার্ত্তিমারি বাজার ও শোডাউন এলাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে তিনজনকে জরিমানা করা হয়েছে। ২১ জানুয়ারি রাতে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এম. এম. সবুজ রানার নেতৃত্বে এবং রৌমারি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. গোলাম ফেরদৌসের উপস্থিতিতে ২১ জানুয়ারি রাত ৭টা ৫৫ মিনিটের দিকে কুড়িগ্রামের রৌমারি উপজেলার কার্ত্তিমারি বাজারস্থ রনি এন্টার প্রাইজ ও শোডাউন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় দোকানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল রাখার অপরাধে তিনজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানা দণ্ডপ্রাপ্তরা হলেন- রৌমারি উপজেলার ভাওয়ের গ্রামের মৃত মকরাম আলীর ছেলে মঈন উদ্দিন (৫০), একই গ্রামের মৃত ফয়জুল হকের ছেলে মো. আব্দুস সালাম (৬০) ও চাকতাবাড়ী গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে মো. নাজমুল ইসলাম।

১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনের ধারা ১৫ (১) এর ক্রমিক নম্বর ৪ এর (ক) ধারায় তাদেরকে এ জরিমানা করা হয়।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।