অসুস্থ সাংবাদিক লুৎফর রহমানকে দেখতে হাসপাতালে তথ্য প্রতিমন্ত্রী

অসুস্থ সাংবাদিক লুৎফর রহমানকে দেখতে হাসপাতালে যান তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এটিএন বাংলার জামালপুর প্রতিনিধি ও সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ‘৭১, জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক লুৎফর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান এমপি।

অসুস্থ লুৎফর রহমানের হাসপাতালে ভর্তি থেকে শুরু করে শারীরিক অবস্থাসহ চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

এর আগে হাসপাতালে দেখতে যান সদর জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন ও ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখ।

১৭ জানুয়ারি দুপুরে এসময় তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান এমপি উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং অসুস্থ লুৎফর রহমানের আশু আরোগ্য কামনা করেন।

এ সময় জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মো. সুরুজ্জামান, সদস্য মনজুরুল ইসলাম লানজু, সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ নূর-এ-আলম বাবু, জামালপুর উপজেলা স্বেচ্ছাসেবলীগের সদস্য সাইফুল ইসলাম খোকন উপস্থিত ছিলেন।

সাংবাদিক লুৎফর রহমান গত ১৩ জানুয়ারি রাতে শহরের দয়াময়ী এলাকায় তার নিজস্ব কার্যালয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ লুৎফর রহমানের চিকিৎসার সার্বিক সহযোগিতা এবং পাশে থেকে খোঁজখবর রাখছেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা।