দেওয়ানগঞ্জে বিট পুলিশিং সচেতনতায় পথসভা

পথসভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল রাকিবুল হাসান রাসেল। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার; বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর জেলা পুলিশের আয়োজনে দেওয়ানগঞ্জ উপজেলায় বিট পুলিশিং সচেতনতায় পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি বিকালে মডেল থানা থেকে শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহরের সাকোয়াত মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।

মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল রাকিবুল হাসান রাসেল। এতেঅন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওসি তদন্ত মনিবুর রহমান, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক, ব্যবসায়ী মুরাদুজ্জামান ও প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি খাদেমুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে এসআই আব্দুল আজিজ, এসআই শিব্বির আহম্মেদ, এসআই শহিদুর রহমান, এসআই সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।