ইসলামপুরে লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই

ইসলামপুর সরকারি নেকজাহান মডেল হাইস্কুলে লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই অনুষ্ঠান। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

সারা দেশের ন্যায় জামালপুরে ইসলামপুর সরকারি নেকজাহান মডেল হাইস্কুলের ২০২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার পরিবর্তে প্রথমবারের মত লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল ১১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার, একাডেমি সুপারভাইজার মামুনুর রশীদ এবং প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

২৪০ জন শিক্ষার্থী লটারির মাধ্যমে বিজয়ী হয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পায়।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমজান আলী জানান, লটারির ফল সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মুঠোফোনে এসএসএমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।