শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ চায় স্বাধীনতা শিক্ষক পরিষদ

বক্তব্য রাখেন প্রকৌশলী মো. মোজাফফর হোসেন এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে জামালপুর সদর উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারি সকালে জামালপুর সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। স্বাধীনতা শিক্ষক পরিষদ জামালপুর সদর উপজেলা শাখার আহ্বায়ক শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক মো. হাতেম আলী আকন্দের সভাপতিত্বে মতবিনিময় সভার উদ্বোধন করেন জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি আলেয়া আজম কলেজের অধ্যক্ষ মো. আবু বকর।

মতবিনিময় সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সদস্য সচিব মো. আফতাব উদ্দিন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, জেলা পরিষদের সদস্য নাঈম রহমান, সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রউফ আকন্দ ও স্বাধীনতা শিক্ষক পরিষদ জামালপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ফরহাদুল আলম।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামপুর আব্দুস ছামাদ মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ চারলেজ চৌধুরী, মেলান্দহ কারিগরি কলেজের অধ্যক্ষ শাহজাহান সাজুসহ আরও অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন স্বাধীনতা শিক্ষক পরিষদ জামালপুর সদর উপজেলা শাখার সদস্য সচিব ঝাওলা গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরাফত আলী।