বকশীগঞ্জে ব্র্যাকের কার্যক্রম পরিদর্শন ও ক্লায়েন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত

বকশীগঞ্জে ব্র্যাকের আল্ট্রা পুওর প্রোগ্রামের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন ইউএনও মুন মুন জাহান লিজা। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বেসরকারি সংস্থা ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। ১৮ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা ব্র্যাকের কার্যক্রম পরিদর্শন করেন।

সকালে সদর ইউনিয়নের সূর্যনগর গ্রামে ব্র্যাকের আল্ট্রা পুওর প্রোগ্রাম এর কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও। এ সময় দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে উপকারভোগীদের গরু, ছাগল লালন পালন কর্মসূচি পরিদর্শন ও উপকারভোগীদের সাথে মতিবিনিময় করেন তিনি।

ব্র্যাকের ক্লায়েন্ট ওয়ার্কশপে বক্তব্য রাখেন ইউএনও মুন মুন জাহান লিজা। ছবি : বাংলারচিঠিডটকম

অপরদিকে বকশীগঞ্জ ব্র্যাকের এলাকা কার্যালয়ে ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির ক্লায়েন্টদের নিয়ে অনুষ্ঠিত ক্লায়েন্ট ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন ইউএনও মুন মুন জাহান লিজা।

মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির জেলা ব্যবস্থাপক শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত ওয়ার্কশপে ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. মুনীর হুসাইন, ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক আমজাদ হোসেন, শাখা ব্যবস্থাপক মজিবুর রহমান, মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির বকশীগঞ্জ শাখার এইচআরএলএস কর্মকর্তা মো. সাইদুল ইসলাম শামীমসহ ক্লায়েন্ট সদস্যরা উপস্থিত ছিলেন।