বকশীগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সেনা, নৌ, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়ে গঠিত অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা (অসকস) বাংলাদেশ এর কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ অক্টোবর সন্ধ্যায় পৌর শহরের গাজী মার্কেটে অসকস এর বকশীগঞ্জ শাখার আয়োজনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা (অসকস) বাংলাদেশ এর বকশীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত এলএস আশরাফ আলীর সঞ্চালনায় এবং অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুরর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অসকস এর জামালপুর জেলা শাখার সভাপতি সার্জেন্ট আবু সামা।

এ সময় বক্তব্য রাখেন জেলা শাখার যুগ্মসাধারণ সম্পাদক আরওজি শাহিন মিয়া, এলপিসি আওয়াল মিয়া, জেসিও আবদুস ছালাম, চিকিৎসক আবদুল মুন্নাফ, কমান্ডো জয়নাল আবেদিন, সাবেক সার্জেন্ট জহুরুল হক জয়নাল, আবুল হাসেম, আবুল কাশেম, আরইএ-৪ শফিকুল ইসলাম, রফিক আশরাফ প্রমুখ।

নবগঠিত এই সংগঠনের কার্যক্রম জোরদার করা, সংগঠনকে গতিশীল করে সামাজিক কার্যক্রমে অংশ নেয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।