ইসলামপুরে নিষেধাজ্ঞা অমান্য করায় দুই জেলের কারাদণ্ড

ইসলামপুরে যমুনা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় মা ইলিশ ধরা নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মাছ শিকার করায় দুই জেলেকে করাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

যমুনা নদীর সিন্দুরতলী এলাকায় ১৪ অক্টোবর সন্ধ্যায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় হালিম শেখ ও ফেরদৌস শেখকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। আটককৃতদের প্রত্যেককে পাঁচ দিন করে বিনাশ্রম করাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান। তিনি জানান, মা ইলিশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

এ সময় উপজেলা জ্যেষ্ঠ মৎস কর্মকর্তা কামরুল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৪ অক্টোবর রাত ১২টা থেকে ৪ নভেম্বর পর্যন্ত মা ইলিশ শিকার নিষিদ্ধ করে প্রচারপত্র বিতরণ করা হয়েছে।