বকশীগঞ্জে বিভিন্ন বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ৫ অক্টোবর দুপুরে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদের এডিপির প্রকল্পের অর্থায়নে ২০০টি বিদ্যালয়ের প্রধানদের কাছে শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী (ক্রিকেট ব্যাট, বল) বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ সভা কক্ষে ক্রীড়া সামগ্রী বিরতণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরোয়ার আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রশিদা বেগম, নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধানরা উপস্থিত ছিলেন।
বাংলারচিঠিডটকমে আরও পড়ুন :
- লাঙ্গলজোড়ায় শিশু নাট্যশিল্পী সাজ্জাদকে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি
- ইসলামপুরে মানবিক সহায়তা প্রকল্পের অবহিতকরণ সভা
- কম্পপুরে স্বামীর হাতে স্ত্রী খুন, থানায় মামলা
- ধর্ষণের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন
- জামালপুরে র্যাবের অভিযানে গণধর্ষণ মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩
- সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রে নবাগত পুলিশ পরিদর্শকের যোগদান
- উলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন