যমুনা সারকারখানায় কর্মকর্তা-কর্মচারীদের বাৎসরিক ইউনিফরম বিতরণ

ইউনিফরম বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা সারকারখানার (জেএফসিএল) শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে বাৎসরিক ইউনিফরম বিতরণ করা হয়েছে। ৫ সেপ্টেম্বর রাতে কারখানার ব্যবস্থাপনায় অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন।

যমুনা সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সুদীপ মজুমদার পিইঞ্জ এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেএফসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুস ছালাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন, তারাকান্দি ট্রাক ও ট্যাঙ্কলরি মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক আশরাফুল আলম মানিক, জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বণিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাঙ্গাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহোযোগী সংগঠনের নেতাকর্মী, জেএফসিএল কর্মকর্তা-কর্মচারীসহ সার ব্যবসায়ী ও সুধীজনরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন যমুনা সারকারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুর রহমান।