বাইডেনকে ‘আমেরিকার মহত্ব ধ্বংসকারী’ হিসেবে অভিহিত করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বাংলারচিঠিডটকম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৭ আগস্ট দ্বিতীয় মেয়াদে নির্বাচনের জন্য রিপাবলিকান দলের মনোনয়নপত্র গ্রহণের পর এক আক্রমণাত্মক বক্তব্যে তার ডেমোক্রেটিক দলের প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে ‘আমেরিকার মহত্ব ধ্বংসকারী’ হিসেবে অভিহিত করেছেন। খবর এএফপি’র।

ট্রাম্প অভিযুক্ত করে বলেন, ‘জো বাইডেন আমেরিকার নাগরিকদের একজন রক্ষাকর্তা না। তিনি হচ্ছেন মার্কিন নাগরিকের চাকরি ধ্বংসকারী এবং ভিন দেশিদের সুযোগ দেওয়া ব্যক্তি। সুযোগ পেয়ে তিনি ক্ষমতায় আসলে হবেন আমেরিকার মহত্ব ধ্বংসকারী।’

তিনি বলেন, ‘আমরা আমেরিকান ড্রিম বাঁচাবো কি-না বা আমাদের লালিত ভবিতব্য ধ্বংসে আমরা সমাজতান্ত্রিক এজেন্ডা বাস্তবায়নের সুযোগ করে দেব কি-না তা এই নির্বাচনের ফলাফলই সিদ্ধান্ত দেবে।’