একতা ক্লাবের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ

বন্যার্তদের ত্রাণ বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

এমইউ শকিল, জামালপুর
বাংলারচিঠিডটকম

বন্যায় ক্ষতিগ্রস্ত জামালপুর পৌরসভার নাঙভাঙ্গা চরের ৮৫টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে একতা ক্লাব। ১৪ আগস্ট বেলা ১১টার দিকে সৈয়দ আলী মন্ডল পৌর কমিউনিটি সেন্টারের সামনে আনুষ্ঠানিকভাবে এসব ত্রাণ বিতরণ করা হয়েছে।

ত্রাণের প্রতিটি প্যাকেটে ছিল ৩ কেজি চাল, আধা কেজি মসুরের চাল, আধা কেজি তেল, আধা কেজি পেঁয়াজ ও ১ কেজি লবণ।

ত্রাণ বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দুলাল উদ্দিন মন্ডল, ক্রীড়া সংগঠক মির্জা জিল্লুর রহমান শিপন, একতা ক্লাবের আহ্বায়ক সোহেল রহমান রিপন, সাবেক সভাপতি হাসান ইমাম খান, ত্রাণ কমিটির আহ্বায়ক আসিফ সিদ্দিকী প্রমুখ।

ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করেন একতা ক্লাবের সদস্য তৌফিকুল ইসলাম রবিন, এ এস এম সিদ্দিকুর রহমান রাহাদ, মোহাম্মদ হারেজ, ফারুক হোসেন লিয়নসহ আরও অনেকেই।