যমুনার দুর্গম চরাঞ্চলের বন্যার্তরা পেল হাইজিং কিট

বন্যার্তদের সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চলে বন্যার্তদের মাঝে তারপলিন, হাইজিং কিট ও পানি বিশুদ্ধকরণ বড়ি বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে ২৪ জুলাই বেলগাছা ইউনিয়ন ও নোয়ারপাড়া ইউনিয়নের বন্যার্তদের মাঝে এই সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

মন্নিয়া গ্রামে অবস্থিত বেলগাছা অস্থায়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের ১১০টি বন্যার্ত পরিবারের মাঝে ও রামভদ্রা মাদরাসা মাঠে এই সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এসএম জামাল আব্দুন নাছের বাবুল ক্ষতিগ্রস্তদের হাতে এই উপকরণ তুলে দেন।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের তথ্য সম্পাদক খোরশেদ আলম, সহদপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ, চেয়ারম্যান আব্দুল মালেক, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।