দেওয়ানগঞ্জে বন্যার্তদের ত্রাণ দিলেন জেলা প্রশাসক

বন্যার্তদের ত্রাণ বিতরণ করেন জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ থেকে
বাংলারচিঠিডটকম

প্রধানমন্ত্রীর দেওয়া উপহার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের বরাদ্দ করা ত্রাণ সামগ্রী জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বানভাসী মানুষের মাঝে বিতরণ করেছেন জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ১৪ জুলাই বিকালে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের বালু গ্রাম এলাকায় ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, চিড়া ও নুডুলস।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. কবির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, উপজেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা এনামুল হাসান, চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ্দুজ্জামান সেলিম খান প্রমুখ।

ত্রাণ বিতরণকালে জেলা প্রশাসক বন্যার্ত মানুষদের বলেন, করোনাকে আপনারা ভয় না করে সচেতন হবেন এবং বন্যায় সবাই সাবধানে থাকবেন কেউ হতাশ হবেন না। আপনাদের জন্য সরকার পর্যাপ্ত পরিমাণ ত্রাণ বরাদ্দ করেছেন। কাউকে না খেয়ে থাকতে হবে না।