দেওয়ানগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত

প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করেন ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বন্যার্ত ও দরিদ্র পরিবারদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের বরাদ্দ করা ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। ৮ জুলাই সকালে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যার্ত ও দরিদ্র ১২০ পরিবারদের ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, চিড়া ও নুডুলস।

দরিদ্রদের ত্রাণ বিতরণ করেন বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাকিরুজ্জামান রাখাল। এ সময় তিনি বন্যার্ত মানুষদের কাছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে ও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিরলসভাবে কাজ করছেন বলে তিনি শেখ হাসিনার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

এর পূর্বে ইউনিয়নের বানভাসি ও কর্মহীন মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ তিনি।

বিতরণের সময় ট্যাগ কর্মকর্তা অলিদ মাহামুদ ইউপি সদস্য সুজা মিয়া, আব্দুল মালেক, তারা মিয়া, শফিকুল ইসলাম, মাজেদা বেগম, রেখা খাতুন উপস্থিত ছিলেন।