নকলায় পাটচাষীদের মাঝে রাসায়নিক সার বিতরণ

পাটচাষীদের মাঝে রাসায়নিক সার বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নকলা প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন নির্ভর পাট এবং পাট বীজ সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় নির্বাচিত পাটচাষীদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ১৬ জুন সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নকলা পৌরসভার ও টালকী ইউনিয়নের ১৫০ জন পাটচাষীর মাঝে জনপ্রতি কৃষকদের ৬ কেজি ইউরিয়া, ৩ কেজি টিএসপি ও ৩ কেজি এমওপি সার বীজ বিতরণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব আলী, পাট অধিদপ্তর জামালপুরের মুখ্য পরিদর্শক মো. মঞ্জুরুল হক বাদল, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা তাহমিনা ইয়াসমীন, উপসহকারী কৃষি কর্মকর্তা এম এ সামাদ ও নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু।

উল্লেখ্য, পর্যায়ক্রমে নকলা উপজেলার নির্বাচিত এক হাজার ৫০০ পাটচাষীদের মাঝে বিনামূল্যে এসব রাসায়নিক সার বিতরণ করা হবে।