যমুনা সারকারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

যমুনা সার কারখানা

সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে যমুনা সার কারখানা-জেএফসিএল এ ফের ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। ৩০ ঘন্টা বন্ধ থাকার পর ২৯ মে দিবাগত রাত দেড়টা থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়।

জেএফসিএল সূত্র জানায়, অ্যামোনিয়া প্লান্ট শাখার জেনারেটর পাওয়ারে যান্ত্রিক সমস্যার কারণে ২৮ মে রাত ৭টা ২৫ মিনিটে কারখানা বন্ধ হয়। এতে কারখানার ইউরিয়া উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে কারখানার নিজস্ব দক্ষ জনবল দিয়ে ৩০ ঘন্টা মেরামত কাজ করে ২৯ মে দিবাগত রাত দেড়টায় উৎপাদনে আসে কারখানাটি। ১৯৯১ সালে যমুনা সার কারখানা প্রতিষ্ঠার পর থেকেই উত্তরাঞ্চলের ১৬টি জেলা ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সারের চাহিদা পূরণ করে আসছে।

এ ব্যাপারে কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খান জাভেদ আনোয়ার এ প্রতিবেদককে জানান, যমুনা সার কারখানার অ্যামোনিয়া পাওয়ার প্ল্যান্ট শাখার জেনারেটরে সামান্য যান্ত্রিক সমস্যা দেখা দিলে ইউরিয়া উৎপাদন সাময়িক বন্ধ রাখা হয়েছিল। কারখানার নিজস্ব জনবল দিয়ে মেরামত কাজ শেষ করে ২৯ মে দিবাগত রাত দেড়টার দিকে কারখানার ইউরিয়া উৎপাদন শুরু হয়।