ইসলামপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় নির্যাতিত পরিবারের সংবাদ সম্মেলন

ইসলামপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় নির্যাতিত পরিবারের সংবাদ সম্মেলন। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার বোলাকীপাড়া গ্রামের সহিজল বাহিনীর মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে নির্যাতনের শিকারে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার ।

নির্যাতিত পরিবারের পক্ষে ৯ মে বিকালে ইসলামপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আনিছুর রহমান জানান, দীর্ঘদিন ধরে বোলাকীপাড়া গ্রামের সহিজল ও তার সহযোগীরা মাদক ব্যাবসা ও অনৈতিক কর্মকাণ্ড করছে। গত কয়েকদিন আগে এর প্রতিবাদ করায় সহিজল তার বাহিনী নিয়ে আমাদের মারধর, বাড়ি ঘরে হামলা ও লুটপাট করে। এ ঘটনায় গত ১৮ এপ্রিল ইসলামপুর থানায় একটি মামলা করা হয়। মামলা করার পর হতে সহিজল বাহিনী আমাদের উপর আরো ক্ষিপ্ত হয়ে নানান হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে, ক্ষেতের ফসল কেটে নেয়ার পরিকল্পনা করছে। আমাদের বাড়ি ঘরে ঢুকতে দিচ্ছে না। বাড়ি ঘর ছেড়ে গবাদি পশু নিয়ে আমরা অন্য গ্রামে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছি।

ফলে নিরুপায় হয়ে এসব ঘটনায় বিভিন্ন দপ্তরে স্বারকলিপিসহ সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী নির্যাতিত পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।