ধানুয়া কামালপুর স্থলবন্দর কর্তৃপক্ষের সাথে ব্যবসায়ীদের বৈঠক

আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থলবন্দর কর্তৃপক্ষের সাথে আমদানি-রপ্তানিকারক এবং গণ্যমান্য ব্যক্তিদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ১২ মার্চ সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের স্থলবন্দর কর্তৃপক্ষের যুগ্মসচিব মো. হাবিবুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ স ম জামশেদ খোন্দকার, জামালপুর শুল্ক বিভাগের সহকারী কমিশনার শেখ মো. মাসুদুর রহমান, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, আমদানি-রপ্তানিকারক আব্দুল্লাহ আল মোকাদ্দেছ রিপন, গোলাম কিবরিয়া মুকুল, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোকারেছ খোকন প্রমুখ।

আলোচনা সভায় ধানুয়া কামালপুর স্থলবন্দরের জন্য অধিগ্রহণকৃত জমির মূল্য ১১ হাজার টাকার পরিবর্তে জমির মালিকদের ন্যায্যমূল্য দেওয়ার ব্যবস্থাগ্রহণের দাবি জানালেও অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্য ও স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের পক্ষ থেকে তেমন কোনো আশ্বাস পাওয়া যায়নি। সভায় বন্দর উন্নয়ন কাজ শুরু করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।