সানন্দবাড়ী ডিগ্রি কলেজ মাঠে দুদিনব্যাপী বইমেলা শুরু

লেখক, সাহিত্যিক ও গবেষক এম এ বারী আকন্দের ১৫টি বইয়ের একক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী ডিগ্রি কলেজ মাঠে ৭ ও ৮ মার্চ দু’দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। সানন্দবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রামানিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন।

চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাহিত্যিক এম এ বারী আকন্দ, সানন্দবাড়ী আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুর রশিদ আকন্দ, সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সামছুল হক, সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, কাউনিয়ার চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হানুল ইসলাম, পল্লীকবি আজিজুর রহমান, সানন্দবাড়ী ডিগ্রি কলেজের অধ্যাপক নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বইমেলা ব্যাবস্থাপনা কমিটির আহ্বায়ক নাজিম উদ্দিন।

মেলায় লেখক, সাহিত্যিক ও গবেষক এম এ বারী আকন্দের রচনাবলীর ১৫টি বইয়ের একক প্রদর্শনী হয়েছে।

বক্তাগণ বলেন, সানন্দবাড়ীতে এবার প্রথম বইমেলার আয়োজন করা হয়েছে। আগামীতে এ মেলার কলবর বর্ধিত করা হবে। এবার মেলায় এম এ বারীর লেখা ১৫টি বই প্রদর্শিত হয়েছে। আগামীতে এ মেলার পরিধি বাড়ানো হবে। যাতে আরো লেখকের বই প্রদর্শিত হয়। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন তারা।