বাঁশচড়ায় গাছের সাথে সংঘর্ষে মোটরসাইকেল খাদে, নিহত ১, আহত ২

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলায় চলন্ত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে সংঘর্ষে তিনজন আরোহীসহ গভীর খাদে পড়ে একজন নিহত এবং দু’জন আহত হয়েছেন। ৮ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে উপজেলার বাঁশচড়া ইউনিয়নের বৈঠামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা (৪০) সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ছোট জয়রামপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী গ্রামবাসী জানান, জামালপুর সদরের শরিফপুর ইউনিয়নের ছোট জয়রামপুর গ্রামের গোলাম মোস্তফা তার পরিচিত দু’জন আরোহীকে সাথে নিয়ে ৮ ফেব্রুয়ারি সকালে একই মোটরসাইকেলে বাঁশচড়া ইউনিয়নের বৈঠামারী রাস্তায় দ্রুতবেগে যাচ্ছিলেন। পথে সকাল ১০টার দিকে আকস্মিক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একাশিয়া গাছের সাথে সংঘর্ষ হয়। এতে তিনজন আরোহীসহ মোটরসাইকেলটি রাস্তার পাশে গভীর খাদে পড়ে দু’জন গুরুতর ও একজন সামান্য আহত হন। ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা তাদেরকে সেখান থেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে গোলাম মোস্তফা মারা যান। গুরুতর আহত ঝাউলা গোপালপুর ডিগ্রি কলেজের ছাত্র রিয়াজুল ইসলামকে (১৮) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য প্রথমে ময়মনসিংহে পরে সেখান থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। রিয়াজুল ইসলাম বাঁশচড়া ইউনিয়নের নবাবপুর গ্রামের জয়নাল আলীর ছেলে। সামান্য আহত অপর আরোহী লিঠু মিয়া (২০) একই গ্রামের শামীম মিয়ার ছেলে।

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সজিব রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, ‘ওরা নিজেদের কারণেই গাছের সাথে সংঘর্ষে দুর্ঘটনার শিকার হয়েছে। এক্ষেত্রে আমাদের করার কিছুই নেই। তবে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নজরুল ইসলামকে ঘটনাস্থলে পাঠিয়ে নিহত আরোহীর মোটরসাইকেল ও মোবাইল ফোন সেটটি উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের স্বজনরা বাড়িতে নিয়ে গেছে।’