হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শোভাযাত্রা

হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক জাতি এক প্রাণ-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখা। সংগঠনটির নতুন কার্যকরী পরিষদ ও উপদেষ্টামন্ডলীর অভিষেক উপলক্ষে ১১ জানুয়ারি সকালে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে সকাল সাড়ে দশটায় জামালপুর শহরের দয়াময়ী মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শহরের বকুলতলা মোড় হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি দয়াময়ী মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নবগঠিত কার্যকরী পরিষদের কর্মকর্তা ও সদস্য এবং উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দসহ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মালম্বী বিপুল সংখ্যক মানুষ এ শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রা শেষে দয়াময়ী মন্দির প্রাঙ্গণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতিণ্ডলীর সদস্য কৃষিবিদ লক্ষ্মী কান্ত পন্ডিতের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।