বকশীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন নিয়ে সেমিনার অনুষ্ঠিত

সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকার। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ নিয়ে স্থানীয় পণ্য উৎপাদনকারী সরবরাহকারী, ব্যবসায়ী ও ওষুধ ব্যবসায়ীদের নিয়ে ৫ ডিসেম্বর দুপুরে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন উপজেলা সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম আ. স. ম. জামশেদ খোন্দকার সেমিনারে সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, বকশীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. তাহেরুল ইসলাম, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, ওষুধ ব্যবসায়ী জয়নাল আবেদিন, ইটভাটা মালিক আনোয়ার হোসেন বাহাদুর, ব্যবসায়ী সুলতান মিয়া, মৎস্যজীবী আশরাফ আলী ।

সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারা, ৩৮ ধারা, ৪০ ধারা, ৫৬ ধারাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সবাইকে ভোক্তার সাথে প্রতারণা না করে তাদের অধিকার সংরক্ষণ করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানা উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকার।