বকশীগঞ্জে যত্ন প্রকল্পের উপকারভোগীর তথ্য সংগ্রহ বিষয়ক প্রশিক্ষণ

বক্তব্য রাখেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার বিভাগের ‘ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুওরেষ্ট (আইএসপিপি) যত্ন প্রকল্প’ বাস্তবায়নের জন্য উপকারভোগীর পরিবার/খানাভিত্তিক তথ্য সংগ্রহ শীর্ষক ওরিয়েন্টেশন প্রশিক্ষণ ১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। আএসপিপি ও সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি সচিব মো. শরিয়তুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবু, আইএসপিপি প্রকল্পের এসপিএ মোস্তাক আহমেদ, এসপিএ আলাল মিয়া প্রমুখ।

প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের সকল সদস্য, সংরক্ষিত সদস্য অংশ নেন।

প্রশিক্ষণে জানানো হয়, এই প্রকল্পের আওতায় অস্বচ্ছল, অসহায় ও দুস্থ পরিবারের গর্ভবতী নারী, ০-৪২ মাস বয়সী শিশু (দুইজন পর্যন্ত) তালিকাভুক্ত করা যাবে।