টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে জিম্বাবুয়ে দল

বাংলারচিঠিডটকম ডেস্ক : ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলতে ৮ সেপ্টেম্বর রাতে ঢাকা পৌঁছেছে হ্যামিলটন মাসাকাদজার নেতৃত্বাধীর জিম্বাবুয়ে ক্রিকেট দল। আগামী ১৩ সেপ্টেম্বর শুরু হওয়া ত্রিদেশীয় সিরিজের অপর দুই দল আফগানিস্তান ও স্বাগতিক বাংলাদেশ।

ঢাকা ও চট্ট্রগামে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ খেলে সকল প্রকার ক্রিকেট থেকে অবসর নেবেন মাসাকাদজা।

বোর্ডে সরকারী হস্তক্ষেপের কারণে সম্প্রতি জিম্বাবুয়ে ক্রিকেটকে বরখাস্ত করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি)। তবে আইসিসির কোট ইভেন্ট না হওয়ায় বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ খেলতে কোন বাধা নেই দলটি। এছাড়া শৃংখলা জনিত কারণে বাদ পড়া দলের অন্যতম তারকা সিকান্দার রাজাকে ছাড়া জিম্বাবুয়ে দল সঙ্গত কারণেই খর্ব শক্তির।

বাংলাদেশে সিরিজ শেষে আরেকটি ত্রিদেশীয় টি-২০ টুর্নামেন্টে অংশ নিতে সিঙ্গাপুর সফর করবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

জিম্বাবুয়ে দল : হ্যামিলটন মাসাকাদজা (অধিনায়ক), রেগিস চাকাভা, রিচমন্ট মুতুম্বামি, সিন উইলিয়ামস, নেভিল মাদজিভা, টিনোটেন্ডা মুতোমবদজি, টনি মুনিওয়াঙ্গা, কাইল জার্ভিস, তেন্ডাই চাতারা, কিস্টোফার এমপোফু, ক্রেইগ আরভিন, বেন্ডন টেইলর, আইনস্লে এনডিলোভু, টিমিচেন মারুমা রায়ার্ন বার্ল। সূত্র: বাসস