বকশীগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বৃক্ষমেলা উপলক্ষে ইউএনও’র ব্রিফিং

প্রেস ব্রিফিং করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) উপলক্ষে প্রেস ব্রিফিং দিয়েছে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম। ১ সেপ্টেম্বর বিকালে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিং দেন বকশীগঞ্জ ইউএনও ।

ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ২ সেপ্টেম্বর বিকালে এন এম উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধন করা হবে। ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেকমন্ত্রী আবুল কালাম আজাদ।

২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ৯ সেপ্টেম্বর এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আটটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

এছাড়াও ২ সেপ্টেম্বর তিনদিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হবে। এই মেলার উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ ।

ব্রিফিং এর সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।