জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার ল্যাব উদ্বোধন

ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে কম্পিউটার ল্যাব এবং সেইপ প্রকল্পের চারমাস মেয়াদি মোটর ড্রাইভিংসহ বিভিন্ন ট্রেড ও জাপানী ভাষা প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ১ সেপ্টেম্বর সকালে এ প্রশিক্ষণে বিভিন্ন কোর্সে ২২০ জন শিক্ষার্থীকে ভর্তির মধ্য দিয়ে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ জাবেদ রহিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হযরত আলী রিপন, সাংগঠনিক সম্পাদক খালেদুজ্জামান প্রদীপ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী শিক্ষক আতিকুর ইসলাম।

অনুষ্ঠানে বিদেশ গমনেচ্ছুক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিদায়ী ১৩০ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।