ইসলামপুরে প্রাথমিক শিক্ষক সমাজের নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ ইসলামপুর উপজেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক সোলায়মান কবির ও সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন। ছবি : লিয়াকত হোসাইন লায়ন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ ইসলামপুর উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ইসমাইল হোসেন সভাপতি, সোলায়মান কবির সাধারণ সম্পাদক ও মহিউদ্দিন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের মোট ভোটার ৭০৯ জনের মধ্যে ৬১৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এতে সভাপতি পদে ডি-বালিয়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমাইল হোসেন ৩৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ মাসুদ রহমান রাজা ২৭৩ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে পচাবহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোলায়মান কবির ৩৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী কুমিরদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম ২৭১ ভোট পেয়েছেন, এছাড়াও সাংগঠনিক পদে দেলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহিউদ্দিন ফরহাদ ৩৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আগ্রাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন মুকুল ২৫২ পেয়েছেন।

নির্বাচন কমিশনার আব্দুল আজিজুল হক জানান, ইসলামপুর উপজেলা শাখার কমিটি গঠন নিয়ে শিক্ষক সমাজের দফায় দফায় সমঝোতা বৈঠকে সমঝোতা না হওয়ায় অবশেষে ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। নির্বাচনে বলিয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুল হক নির্বাচন কমিশনার, শহীদ মেজর জেনারেল খালেদ মোশারফ বীর উত্তম গাল্স স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ রিটার্নিং কর্মকর্তা, ইসলামপুর এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাহিনুর রহমান প্রিজাইডিং কর্মকর্তা এবং গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, পচাবহলা জয়তুন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ও চিনাডুলী এস এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম বিজয় সহকারী প্রিজাইডিং কর্মকর্তার দ্বায়িত্ব পালন করেন।