বকশীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

ঢেউটিন ও চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্যা, নদী ভাঙন ও বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪২টি পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ২৯ আগস্ট দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে তাদের হাতে এসব সরকারি সহায়তার টিন ও চেক বিতরণ করা হয়।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারি সহায়তার উপকারভোগী প্রতিটি পরিবারের মাঝে এক বান্ডিল করে ঢেউটিন ও তিন হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এ সময় তিনি জানান, পর্যায়ক্রমে উপজেলার ৯২টি পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হবে।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাসান মাহবুব খান, আওয়ামী লীগ নেতা নুরুল আমিন ফোরকান, আওয়ামী নেতা মোফাজ্জল হক মিস্টারসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।