জামালপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মৎস্যজীবী দলের ঈদ সামগ্রী বিতরণ

কেন্দুয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভা ও সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে বন্যাদুর্গত ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জামালপুর জেলা মৎস্যজীবী দল। ৯ আগস্ট সকালে কেন্দুয়া ইউনিয়নের পন্ডিতপাড়া ও বিকেলে জামালপুর পৌরসভার উত্তর দেউরপাড় চন্দ্রা এলাকায় প্রায় ৫০০ শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। জেলা মৎস্যজীবী দল এ ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করে।

জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আব্দুল হালিমের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

অন্যান্যের মধ্যে জেলা বিএনপির বিশেষ সম্পাদক রুহুল আমিন মিলন, সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, জেলা মৎস্যজীবী দলের যুগ্মসাধারণ সম্পাদক রুবেল আহমেদ, মেস্টা ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান বাবু, পৌর মৎস্যজীবী দলের সহসভাপতি আব্বাস আলী, সহ-সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক বহুলুল মিয়া ও ১২ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের যুগ্মসাধারণ সম্পাদক নুর ইসলাম উপস্থিত ছিলেন।