জামালপুরে রাজনীতিতে নারী অন্তর্ভুক্তিকরণে গোলটেবিল বৈঠক

গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন বিএনপিনেতা আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে ‘মূলধারার রাজনীতিতে নারী অন্তর্ভূক্তিকরণ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নারীনেত্রীসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

শহরের পাঁচরাস্তা মোড় একটি রেস্তোরাঁয় ৭ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে আলোচ্য বিষয়ের ওপর বক্তব্য রাখেন প্রধান আলোচক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

গোলটেবিল বৈঠকে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রধান প্রশিক্ষক জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানী, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা বেগম, পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মাসুদ ও রাজনৈতিক ফেলো জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন ‘মূলধারার রাজনীতিতে নারী অন্তর্ভুক্তিকরণ’ বিষয়ে নানা দিক তুলে ধরেন। এ বিষয়ে মতামত ব্যক্ত করেন জেলা বিএনপির সহসভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, বিশেষ সম্পাদক রুহুল আমিন মিলন, পৌর বিএনপির সহসভাপতি মাসুমা আরমিন মিতু, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সোবহান, বিএনপি নেত্রী আইনজীবী দিলরুবা ইয়াসমিন, আইনজীবী রোকসানা বেগম ও পারভিন আক্তার।

গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

নারীদের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালনে প্রতিবন্ধকতা, রাজনৈতিক সচেতনতা, মাঠপর্যায়ে নারীদের অবাধ কাজ করার ক্ষেত্র সৃষ্টি করা, কাজের উৎসাহ দেওয়াসহ নারীদের পদায়নে ৩০ শতাংশ কোটা নিশ্চিতকরণ নিয়ে গোলটেবিল বৈঠকে মতামত ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।