বকশীগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশনের কার্যক্রম চালু

বকশীগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশনের কার্যক্রম চালু করেন সংসদ সদস্য আবুুল কালাম আজাদ। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের পাখিমারা এলাকায় অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কার্যক্রম চালু করা হয়েছে। ৪ আগস্ট সকাল ১১টায় ফায়ার সার্ভিস স্টেশনের চালুকরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুুল কালাম আজাদ।

এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কোবাদ আলী, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম, বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদুল হক ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আগা সাইয়ুম প্রমুখ।

ফায়ার সার্ভিস স্টেশনের চালুকরণ অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

এরপর দুপুরে বকশীগঞ্জ উপজেলা সরকারি গণগ্রন্থাগার উদ্বোধন করেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ।