ঝাউগড়ায় রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ

ঝাউগড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেডক্রিসেন্টের ত্রাণ বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মো. মুত্তাছিম বিল্লাহ্, মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ড্যানিশ রেড ক্রসের সহযোগিতায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জামালপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি। ১ আগস্ট উপজেলার ঝাউগড়া ইউনিয়নের এই ত্রাণ বিতরণ করা হয়।

সেখানে তিন শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে চাল, দুই কেজি ডাল, দুই লিটার সয়াবিন, এক কেজি লবণ, দুই কেজি চিনি, এক কেজি করে সুজি ও পানি বিশুদ্ধ করণ বড়ি বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণের সময় মেলান্দহ উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান, ঝাউগড়া বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ ফজলুল হক চৌধুরী, জামালপুর রেড ক্রিসেন্টের সহসভাপতি অধ্যাপক মো. আশরাফ হোসেন তরফদার ও সাধারণ সম্পাদক মাসুম রাজা রহিম, ইউএলও কামাল উদ্দিন, রেড ক্রিসেন্টের যুব প্রধান সাদ্দাম হোসেন, ঝাউগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিবুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খাইরুল ইসলাম রুশো, ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম আফসারীসহ ঝাউগড়া ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।