১৫ আগস্ট উপলক্ষে জামালপুর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

জামালপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম। ছবি : শফিকুল ইসলাম শফিক

শফিকুল ইসলাম শফিক, সংবাদদাতা, জামালপুর
বাংলারচিঠিডটকম

১৫ আগস্ট উদযাপন উপলক্ষে জামালপুর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই বিকেলে শহরের বকুলতায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান, প্রবীণ আওয়ামী লীগনেতা মো. রেজাউল করিম হীরা, সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, ইসলামপুর আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, আইনজীবী আমান উল্লাহ আকাশ, অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, মির্জা সাখাওয়াতুল আলম মনি, প্রকৌশলী মো. কামরুজ্জামান, জি এস এম মিজানুর রহমান, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, অধ্যাপক মো. সুরুজ্জামান, আইনজীবী সরোয়ার জাহান, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, আব্দুল্লাহ আল আমিন চাঁন ও মো. ছানোয়ার হোসেন, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মুখলেছুর রহমান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ওসমান গনি মুছা, সদস্য মো. রেজাউল কমির রেজনু, অধ্যাপক আব্দুল হামিদ, নারায়ন চন্দ্র পাল রানা, সরোয়ার হোসেন শান্ত, মনজুরুল ইসলাম লানজু, সিদ্দিকী নাজমুল আলম, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্মআহবায়ক হাসিনা আকাশ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতী, জেলা কৃষক লীগরে সভাপতি কৃষিবিদ মোখলেছুর রহমান জিন্না ও সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরো, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমে§দ, জেলা যুব মহিলা লীগের আহবায়ক ফারজানা ইয়াছমিন লিটা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ, সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন প্রমুখ বক্তব্য রাখেন।

বিশেষ বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্র জানায়, যথাযোগ্য মর্যাদায় আগামী ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়। শোকদিবস পালন উপলক্ষে জেলাব্যাপি ১৫ আগস্ট সকাল ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, দুপুরে গণভোজের আয়োজন, মসজিদ, মন্দির, প্যাগোডায় বিশেষ দোয়া ও প্রার্থনা, দলীয় কার্যালয়ে শোক দিবসে আলোচনা সভা জেলা উপজেলায় ও ইউনিয়ন পর্যায়ে একইভাবে পালন করা হবে। বর্ধিত সভা শেষে স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ।