ভাটারায় চান্তিক গার্মেন্টেসের ত্রাণ পেল ৩ হাজার বন্যার্ত পরিবার

ভাটারায় চান্তিক গার্মেন্টেসের ত্রাণ বিতরণ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

ঢাকার সাভার এলাকার চান্তিক গার্মেন্টসের পক্ষ থেকে জামালপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত তিন হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৮ জুলাই সরিষাবাড়ী উপজেলার ভাটারা ও সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চারটি স্থানে এই ত্রাণ বিতরণ করা হয়।

জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের বাসিন্দা ও চান্তিক গার্মেন্টসের দুই মালিক জয়নুল করিম দুলাল ও জিয়াউল করিম রুবেল তাদের এলাকার বন্যার্তদের খাদ্য সহায়তা হিসেবে তিন হাজার পরিবারের জন্য চাল ও ডাল বরাদ্দ দেন। প্রতিটি পরিবারকে আট কেজি করে চাল ও এক কেজি করে মসুর ডাল দেওয়া হয়। ২৮ জুলাই সকাল থেকে দিনব্যাপী সরিষাবাড়ী উপজেলার ভাটারা ও পার্শবর্তী সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চারটি স্থানে বন্যার্ত পরিবারের মাঝে এসব চাল-ডাল বিতরণ করা হয়।

ভাটারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল ও স্থানীয় ব্যবসায়ী খলিলুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় ইউপি সদস্য জাহানারা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তরুণ সমাজ এই ত্রাণ বিতরণ কাজে সহযোগিতা করেন।