দেওয়ানগঞ্জে ৩০০ পরিবারের মাঝে ব্র্যাকের ত্রাণ বিতরণ

দেওয়াগঞ্জে ব্র্যাকের ত্রাণ বিতরণ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা ব্যাকের উদ্যোগে দেওয়ানগঞ্জ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে চাল, ডাল ও নগদ অর্থসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল, এক কেজি করে ডাল, সুজি, লবণ, চিনি, এক লিটার তেল, গ্যাস লাইটার ও ৬ প্যাকেট খাবার স্যালাইন এবং নগদ ৫০০ টাকা করে দেওয়া হয়। ২৮ জুলাই এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুজ্জামান সেলিম।

এসময় ব্র্যাক প্রধান কার্যালয়ের ব্র্যাক হিউমেরিটিয়ান কর্মসূচির মৃত্যুঞ্জয় কুমার, জেলা ব্র্যাক প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, ব্র্যাকের দেওয়ানগঞ্জ এলাকা ব্যবস্থাপক মো. আতাউর রহমান, হিসাব ব্যবস্থাপক মো. ফারুক হোসেন ও শাখা ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলামসহ সকল কর্মসূচির কর্মীবৃন্দ ত্রাণ বিতরণে অংশ নেন।

প্রসঙ্গত, ব্র্যাকের উদ্যোগে জামালপুর জেলায় এবারের বন্যায় এপর্যন্ত বন্যার্তদের মাঝে দুই হাজার ৬০০ প্যাকেট খাবার ও নগদ এক লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।