সাধুরপাড়ায় বন্যার্তদের মাঝে প্রশাসনের ত্রাণ বিতরণ

বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কয়েকটি এলাকার বন্যার্তদের মাঝে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্যাদুর্গত সাধুরপাড়া ইউনিয়নে ২০০ জন বানভাসি পরিবারের ১০ কেজি করে চাল এবং ৬০ জনকে প্যাকেট (শুকনো খাবার) বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ১৭ জুলাই দুপুরে বালু গাঁও, মদনের চর, বাংগাল পাড়া এলাকার বানভাসিদের ত্রাণের চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম প্রধান অতিথি থেকে এসব ত্রাণ বিতরণ করেন। এ সময় বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান মাহবুব খান, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বাবুলসহ সাধুরপাড়া ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।