জামালপুরে সজীব ওয়াজেদ জয় গুচ্ছগ্রামে আশ্রয় পেল ১৪০ ভূমিহীন পরিবার

গুচ্ছগ্রাম প্রকল্পের উপকারভোগীদের মাঝে ঘরের তালা-চাবি তুলে দেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার শরিফপুর ও লক্ষীরচর ইউনিয়নে সজীব ওয়াজেদ জয় নামে গুচ্ছগ্রামে আশ্রয় পেল ১৪০ ভূমিহীন পরিবার। জমি নেই, ঘর নেই এলাকার এসব পরিবার এ গুচ্ছগ্রামে বসবাসের সুযোগ পেয়েছেন।

২২ জুন দুপুরে সজীব ওয়াজেদ জয় গুচ্ছগ্রামের উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) এস এম মাজহারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটা, লক্ষীরচর ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন বিদ্যুৎ, আওয়ামী লীগনেতা হাতেম আলী তারা ও শরিফপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম প্রমুখ।

গুচ্ছগ্রাম প্রকল্পের উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন বলেন, এ গুচ্ছগ্রামে যারা বসবাস করবেন তাদের কর্মসংস্থানসহ সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। এছাড়া এ গ্রামে যেন কোনো মাদক কারবারের স্থান না পায় সে বিষয়ের ওপর সজাগ থাকার আহবান জানান। তিনি এ গুচ্ছগ্রামের নামকরণ করেন সজীব ওয়াজেদ জয়।

জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরের গুচ্ছগ্রাম-২য় পর্যায় (সিভিআরপি) প্রকল্পের আওতায় জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের মধ্যেরচর ও শরিফপুর ইউনিয়নের চরহামিদপুরের গুচ্ছগ্রামের এ প্রকল্পটি প্রতিটি ঘর বাবদ ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ১৪০ জন ভূমিহীনদের মাঝে হস্থান্তর করা হচ্ছে।