সরিষাবাড়ীতে ১৩ গ্রামের মুসলিমদের ঈদুল ফিতর উদযাপন

সরিষাবাড়ীতে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সৌদি আরবের সাথে মিল রেখে ৪ জুন সকাল ৯টায় ১৩টি গ্রামের মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

দক্ষিণ বলারদিয়ার জামে মসজিদ মাঠের ইমাম মাওলানা আজিম উদ্দিন বলেন, আমার পিছনে ১৩টি গ্রামের ৬ শতাধিক মুছল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে।

দক্ষিণ বলারদিয়ার আজিম উদ্দিনের বাড়ি জামে মসজিদ সূত্রে জানা যায়, পৌরসভার দক্ষিণ বলারদিয়ার আজিম উদ্দিন মাস্টারের বাড়ি জামে মসজিদ মাঠে প্রতি বছরের ন্যায় এ বছরও মুলবাড়ি, বলারদিয়ার. সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বালিয়া, বনগ্রাম, হোসনাবাদ ও বাউসী, পুঠিয়ারপাড়, বগারপাড়, পাটাবুগা ১৩টি গ্রামের ৬ শতাধিক নারী ও পুরুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

দক্ষিণ বলারদিয়ার জামে মসজিদ মাঠে সকাল ৯টায় ইমাম মাওলানা আজিম উদ্দিন ঈদুল ফিতরের নামাজে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।