জামালপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরে শান্তনু এন্ড এসোসিয়েট ইভেন্ট ম্যানেজমেন্ট এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে। ২৯ মে সকালে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটরিয়ামে এ সংবর্ধনা ও সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শান্তনু এন্ড এসোসিয়েটের চেয়ারম্যান মো. শান্তনু ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হেলেম ফকির, জামালপুর পৌরসভার সাবেক মেয়র আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, সমাজ সেবক আমির উদ্দিন, জামালপুর কমার্স কলেজের অধ্যক্ষ আশরাফুজ জাহান সজীব, কৃতি শিক্ষার্থীর অভিভাবক সুরুজ্জামান, শিক্ষার্থী আব্দুল সাকিব, আইজা মায়সা সামা প্রমুখ।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

আলোচনা সভা শেষে ২০১৯ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানের সহযোগিতা করে জামালপুর কমার্স কলেজ।