বকশীগঞ্জে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত

বকশীগঞ্জে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ‘অনাগত সন্তানকে দিতে থ্যালাসেমিয়া থেকে সুরক্ষা, বিয়ের আগে করুন রক্তের ইলেকট্রোফরেসিস পরীক্ষা’ স্লোগান নিয়ে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৮ মে সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক নুরুল আলম। এ সময় বকশীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) তাহেরুল ইসলাম, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, পরিসংখ্যানবিদ আব্বাছ আলী, জ্যেষ্ঠ সেবিকা শিউলি আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ, রোগ সম্পর্কেসচেতনতা বিষয়ে আলোচনা করা হয়।

বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।