সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির চার নির্বাচিত প্রতিনিধি

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিএনপির চার সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান। ছবি : সংগৃহীত

বাংলারচিঠিডটকম ডেস্ক : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ছাড়াই শেষ পর্যন্ত এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি থেকে নির্বাচিত চার প্রতিনিধি।

২৯ এপ্রিল বিকেল ৪টা ৪০ মিনিটে জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান।

শপথ নেয়া চারজন হলেন- আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), আবদুস সাত্তার ভুঁইয়া (ব্রাহ্মণবাড়িয়া-২) ও মোশাররফ হোসেনের (বগুড়া-৪)। শপথ নেয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তারা।

একদশ জাতীয় নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত ছয় প্রতিনিধির মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরই শুধু শপথ নেননি।

এর আগে সবার প্রথম ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ শপথগ্রহণ করেন। শপথ নেয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

নির্বাচিতদের শপথ নেয়ার শেষ দিন ২৯ এপ্রিল। রাত ১২টায় এ সময় শেষ হবে। তবে আজকের মধ্যে যদি কেউ শপথ না নেন, তবে পরবর্তী করণীয় ঠিক করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সূত্র : ডেইলি বাংলাদেশ